অদ্য ১০/০৭/২০২৪ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম রেজা সজীব এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলার চকগৌরাঙ্গ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন ব্যতীত নির্মাণাধীন মেসার্স শিমুল এন্টারপ্রাইজ নামক ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে সম্পূর্নরূপে ভেঙ্গে দেয়া হয় এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব উত্তম কুমার। এছাড়াও অত্র দপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হোসাইন উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS