গত ১০/০৩/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক স্থানে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে পাল ভ্যারাইটিজ স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৩০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভবিষ্যতে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, নওগাঁর এর সেনা সদস্য ও এপিবিএন এর পুলিশ সদস্যর মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস